শিরোনাম:
বরুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ জিপিএ ৫ পেয়েছে ১২৪ জন বরুড়ায় উপজেলা প্রেসক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ভর্তি মেলা শুরু বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আয়োজনে ভর্তি মেলা বেওলাইন যুব সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, নবীনবরণ ও ফল উৎসব অনুষ্ঠিত বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী র‍্যালি অনুষ্ঠিত বরুড়ায় পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত, স্বর্ণালঙ্কার লুট বরুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কুমিল্লা ৮ বরুড়া জাতীয় নাগরিক পার্টি যুগ্ন আহবায়ক আলী আম্মাত আলেক হোসেন সাগর ভাই এনসিপি

আইএসইউতে স্প্রিং – ২০২৫ সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত

Barura Kantha / ৫০১৪ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

রাইসুল হক চৌধুরী:

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হলো স্প্রিং – ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম. মোশাররফ হুসাইন ও গেস্ট অব অনার হিসেবে মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ উপস্থিত ছিলেন ।প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, নিজের জীবন গড়ার এখনই উপযুক্ত সময় । উন্নত ক্যারিয়ার গঠনে অবশ্যই শিক্ষা জীবনে যেমন পড়াশোনা করতে হবে, তেমনি ভাল মানুষ হয়েও গড়ে উঠতে হবে। আন্তর্জাতিক মানের পাঠ্যক্রমে আইএসইউ পরিচালিত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়মানুবর্তিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিশ্বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নিকট ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথমসারির একটি বিশ্ববিদ্যালয় হবে।

ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে আইএসইউ এর যথাযথ উদ্দ্যোগের কথা তুলে ধরে উপাচার্য জানান,আধুনিক ক্লাসরুম,ল্যাব,মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যোগ্যতানুযায়ি পার্টটাইম ও গ্র্যাজুয়েশনের পর চাকরির সুবিধা দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।

হাসনাত মোশাররফ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠিত হতে হলে যেমন বিনয়ী হতে হবে, তেমনি নেতৃত্ব গুণ ও জ্ঞান অর্জন করতে হবে। নিজের সাথে প্রতিনিয়ত প্রতিযোগিতা করে ক্যারিয়ার ও সফলতার পথে এগিয়ে থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ফাহিম মোশাররফ, আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক।নাফিসা তাবাসসুম ও মাইশা আফিয়া জেরিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কমকর্তা ও শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর