“ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, নবীনবরণ ও ফল উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ৫ জুলাই ২০২৫ রোজ শনিবার, ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে আজ আরসি মজুমদার আটর্স অডিটোরিয়ামে আয়োজিত হলো উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, নবীনবরণ ও ফল উৎসব-২০২৫। দিনব্যাপী এই প্রাণবন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকায় অবস্থানরত বরুড়ার শতাধিক শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের নির্বাহী পরিচালক ও বরুড়া ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তোফাজ্জল আলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে উচ্চশিক্ষায় বরুড়ার শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি গাজী মোঃ ওবায়দুল হক, সাবেক সভাপতি মেহেদী হাসান শিশির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রিমন, সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান, এবং বরুড়ার দুই বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলী আকবর ও জনাব শহীদুল্লাহ্ বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মুবাশ্বিরুজ্জামান হাসান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনিক। প্রধান অনুষ্ঠানের পূর্বে আয়োজন করা হয় এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও আনন্দের পরিবেশ বিরাজ করে। নবীনবরণ অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সদ্য ভর্তি হওয়া ৬৫ জন নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। নবীনদের উদ্দেশ্যে বক্তারা বলেন, “শিক্ষা শুধু ডিগ্রির গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং মূল্যবোধ, নেতৃত্ব এবং সমাজের জন্য অবদান রাখাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।” দিবসটি শেষ হয় ফল উৎসবের মাধ্যমে। আম, কাঁঠাল, কলা, পেয়ারা, ড্রাগন, আনারসসহ নানা মৌসুমি ও রসালো ফল পরিবেশন করে উৎসবে উপস্থিত সকলের মাঝে একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করা হয়। ঢাকস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ, অভিভাবকতুল্য অতিথিদের দিকনির্দেশনা ও সৌহার্দ্যময় মিলনমেলা প্রমাণ করে, ঢাকায় থেকেও বরুড়ার সন্তানরা ঐক্যবদ্ধ, সচেতন ও অগ্রসর।