বরুড়ায় কাব-কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত
🖊️আবু ইউছুফ রাবেতঃ সেবা, শৃঙ্খলা, নেতৃত্ব,মুখে হাসি এই মূলমন্ত্রকে ধারণ করে বরুড়া উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল কাব-কার্নিভাল ২০২৫। গতকাল ২৩ জুন ২০২৫ খ্রী. সোমবার বরুড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বরুড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নু এমং মারমা মং।
সভাপতিত্ব করেন বরুড়া উপজেলার স্কাউট সাধারণ সম্পাদক ও বিএইচএনপি হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মেধাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। কুমিল্লা জেলা স্কাউট মনিটরিং টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ আসলাম মিয়া, কোষাধ্যক্ষ, কুমিল্লা জেলা স্কাউট মোঃ কুদরুত উল্লাহ, সম্পাদক, কুমিল্লা জেলা স্কাউট। অঞ্চল প্রতিনিধি হিসেবে আবু নোমান মোহাম্মদ সাইফুল ইসলাম (DRC) মো: আব্দুর রাজ্জাক (LT)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাহাবুব আলম (A LT) এবং সাবিত্রী রানী দত্ত (উডব্যাজার)।
কার্নিভাল চীফ হিসেবে দায়িত্ব পালন করেন খোরশেদ আলম (উডব্যাজার)। বরুড়া উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩০ জন ইউনিট লিডার এবং ১৮০ জন কাব স্কাউট (প্রতিটি ইউনিটে ৬ জন) এতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কাব স্কাউটরা ৬টি স্টেশনে বিদেশি বণিকদের কাছ থেকে পয়েন্ট অর্জনের জন্য বিভিন্ন জ্ঞানভিত্তিক ও সৃজনশীল কার্যক্রম উপস্থাপন করে। প্রত্যেক অংশগ্রহণকারী পেয়েছে ৬টি প্রশিক্ষণ সার্টিফিকেট, ৬টি কাব নির্দেশিকা বই।
অনুষ্ঠানের শেষপর্বে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। কাব স্কাউটদের অংশগ্রহণে পরিবেশিত হয় নৃত্য, গান, কৌতুক ও অভিনয়, যা দিনটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।