মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী
পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক (কুমিল্লা অঞ্চল) মোঃ আজিজুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (কুমিল্লা জেলা) শেখ মোঃ আজিজুর রহমান, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, বরুড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমির আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন
বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি অফিসার
গোলাম সারওয়ার ভুইয়া, মোহাম্মদ আলী, প্রদীপ দাস, ভাউকসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাসরুর হক, শাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল খালেক মুন্সি, বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ সোহেল খন্দকার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সলিল বিশ্বাস, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, সহ আগত কৃষক বৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন কৃষক কাউসার হোসেন, আমান উল্লাহ, আয়শা বেগম প্রমুখ।