বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে এইচ.এস.সি পরীক্ষার্থীদের মাঝে পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ
🖊️আবু ইউছুফ রাবেতঃ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে চলমান এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে বরুড়া পৌরসভা ছাত্রদল এবং বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আজ ২৬ জুন ২০২৫ খ্রী. বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বরুড়া পৌরসভা ছাত্রদলের সংগ্রামী সভাপতি পাবেল তৌকির, সংগ্রামী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন হায়দার, প্রচার সম্পাদক মোঃ রায়হান গাজী, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের প্রেসিডেন্ট রায়হান, পৌরসভা ছাত্রদলের সদস্য মোঃ সোহেল হোসেন এবং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাফিন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবলু জিয়া মৃধা সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তাদের পড়াশোনায় সহায়তা করা হয়। নেতৃবৃন্দরা বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা সুষ্ঠু ও সফলভাবে যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত থাকবে। জানা যায়, এ সময় পরীক্ষার্থীরা এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে।