মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়া হাই স্কুল এর প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন এর চির বিদায়।
বরুড়া আই টি লিমিটেড এর চেয়ারম্যান, বরুড়া হাই স্কুলের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন ১৩ জুন শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং পরিচিতজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান, কর্মপ্রাণ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি। তাঁর অবদান ও স্মৃতি বরুড়ার শিক্ষাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি চাকুরী জীবনের শুরুতে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন, পরবর্তীতে শিক্ষার আলোর ফেরিওয়ালা হয়ে নিজের মেধা শক্তি কাজে লাগিয়ে পৌর শহরের জিনসার এলাকায় বরুড়া হাই স্কুল নামে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রধান হিসেবে সুনামের সাথে কাজ করেছেন। তিনি ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান বিচক্ষণ পুরুষ, ২০১৯ সালে মহামারী করোনা পরিস্থিতির সময়ে যখন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ হয়ে যায় তখন তার ঐকান্তিক প্রচেষ্টায় বরুড়া আইটি সেন্টারে ভার্চুয়াল স্কুলের মাধ্যমে তৎকালিন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সহযোগিতায় বিষয় ভিত্তিক অনলাইন ক্লাশ চালুর মাধ্যমে স্কুলের ঝড়ে পরার প্রবনতা দূর করতে ভুমিকা রেখেছেন। তার মৃত্যুতে বরুড়ার জনসাধারণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে সহ আত্মীয় স্বজন এবং বহুগুনগাহী রেখে যান।
মরহুমের প্রথম জানাজ বরুড়া সদরে সম্পন্ন করে পরবর্তীতে তার গ্রামের বাড়ী খোশবাস দঃ ইউনিয়ন জাঙ্গালিয়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।