বেওলাইন যুব সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ
🖊️আবু ইউছুফ রাবেতঃ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ৫ নং ঝলম ইউনিয়নের বেওলাইন গ্রামে শত যুবকের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ১ জানুয়ারি ২০২৫ ইং সনে প্রতিষ্ঠিত হয় বেওলাইন যুব সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন। প্রতিষ্ঠার ৬ মাস পর ২০ পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থার মধ্য দিয়ে আজ ৬ জুলাই বেওলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ করে।
মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি সঞ্চয় কুমার সরকার (তদন্ত),
অনুষ্ঠানে প্রধান অতিথিবলেন, সামাজিক সংগঠন করতে গেলে বাধা-বিপত্তি মোকাবেলা করে এগিয়ে যেতে হয়, সেক্ষেত্রে অনেক কষ্ট স্বীকার করে একটা মানবিক সংগঠন দাঁড় করানো যায়। এমন মানবিক সংগঠনকে খুব কাছে থেকে সহযোগিতা করার আহ্বান ও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বেওলাইন যুব কল্যাণ সংস্থার প্রচার প্রসার ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠান শেষে হতদরিদ্র অসচ্ছল পরিবারদের কর্মসংস্থানের জন্য ৫ টি সেলাই মেশিন, ৫টি ছাগল, ৫ টি টিউবওয়েল এবং শিক্ষা চিকিৎসার বিভিন্ন সামগ্রী হাতে তুলে দেন।
স্থানীয় সাধারণ মানুষ বলেন, অতীতে এমন কোন সামাজিক সংগঠন ছিলনা, আমরা আশা করি, এই সামাজিক সংগঠন ভবিষ্যতে গ্রামের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে।