স্টাফ রিপোর্টার :
বরুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ও বৃদ্ধি ছাড়াই বরুড়া পৌরসভার ৭০কোটি ৮৭ লক্ষ ৪ হাজার ৫৭৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
বরুড়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিনুর রহমান খানের সঞ্চালনায় বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং।
৩০ জুন সোমবার, ২০২৫ ইং তারিখ দুপুর সাড়ে ১২টায় বরুড়া পৌরসভার প্রশাসক কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়।
এ বাজেটে পৌরশহরের বিভিন্ন ওর্য়াডের রাস্তাঘাট, ড্রেন, সেতু, ব্রিজ, খাল, বর্জ্যব্যবস্থাপনা ও নগর উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও জনগনের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাজেটের অর্থ ব্যয় করা হবে।এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের দিকে লক্ষ্য রেখে ২০২৫-২০২৬ অর্থ বছরের পৌরসভার নানা উন্নয়ন কর্মকান্ড পরিচালিত করার জন্য ৭০ কোটি ৮৭লাখ ৪ হাজার ৫৭৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধানআমার আইডি ডাঃ সাজেদুর রহমান, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী জাকির হোসেন, পৌর একাউন্ট অফিসার মোঃ মিজানূর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, পৌর কর্মকর্তা ছগীর আহমেদসহ পৌর কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।