অকৃতজ্ঞ মানুষ
–মুহাম্মদ জামাল হোসেন শাহজী
অকৃতজ্ঞ মানুষগুলো
অতীত ভুলে যায়,
ধরার মাঝে সকল কাজে
নিজের স্বার্থ চায়।
বিপদে পড়ে হাতে পায়ে
ঝাপটে ধরে পেলে,
পাল্টে যায় কথার ধরণ
বিপদ কেটে গেলে।
তাদের থাকে ন্যাড়ো মন
নেই যে কৃতজ্ঞতা,
চোখের লজ্জা রয় না তাই
রয় না উদারতা।
হীন মন মানসিকতা
ঘৃণ্য তাদের স্বভাব,
ক্ষণিক সারে ক্ষণিক কাঁদে
যায় না তাদের অভাব।
বংশ ধারা নয় তো ভালো
ঘৃণ্য আচরণ,
মান হারিয়ে জাত হারিয়ে
করে বিচরণ।