কুমিল্লা সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক শাহ আলমকে ফুলের শুভেচ্ছা
মেহেদী হাসান সবুজঃকুমিল্লা সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক পদে যোগদান করেছেন যুগ্মসচিব( ১৮তম বিসিএস প্রশাসন) বরুড়া উপজেলার জোড়পুকুরিযা গ্রামের গর্বিত সন্তান মো. শাহ আলম। নব নিযুক্ত প্রশাসকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন গাালিমপুর ইউনিয়ন চেয়ারম্যান বাচ্ছু মিয়া সহ বিশিষ্টজনরা।এ সময় উপস্থিত ছিলেন বিজররা পাঁচ পোড়ন হোটেল এর পরিচালক মো সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক বাবুল মিয়াজী সহ প্রমুখ।