মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ
গত ১১ আগস্ট ২০২৫ খ্রী. সোমবার সকাল ১০ টায় বরুড়া উপজেলার কৃষ্ণপুর খারুল দাখিল মাদ্রাসায় আড্ডা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঢেউটিন, বেঞ্চ ও খেলা সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জাকির হোসেন বাদল মাদ্রাসার টিনসেড ভবনের অফিস কক্ষের ছাদের জন্য (আড়াই বান) ১০ ফুট ১৮ পিস ঢেউটিন, ১০ জোড়া বেঞ্চ ও ফুটবল, বলি বল খেলা সামগ্রী বিতরণ করেন। এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা মফিজুল ইসলাম, মাদ্রাসার সুপার মাওলানা সলিম উল্যাহ মিয়াজী উপস্থিত ছিলেন।