ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান
প্রিয়া চৌধুরী:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মুগদা থানার মানিকনগর পুকুরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছিল। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় যানজটের কারণে সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে রাস্তার দুই পাশে অবৈধভাবে দোকান বসিয়ে প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করছিল। এই অভিযোগের ভিত্তিতে ২ মার্চ ২০২৫, দুপুর ২টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সংক্ষিপ্ত বিচার আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহিদুল রহমান নেতৃত্বে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে ফুটপাত দখলকারী দোকানদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল রহমান ও মানিকনগর ফাঁড়ির ইনচার্জ মোঃ নূর মোহাম্মদ মোস্তফা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।