শিরোনাম:
বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ফুটবল ফেস্ট উদ্বোধন বরুড়া উপজেলার উন্নয়ন কার্যক্রম এর অগ্রগতি বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত বরুড়ায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও জব ফেয়ার অনুষ্ঠিত বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো কুমিল্লায় ধ্রুবতারার রজতজয়ন্তী উদযাপন 

দৈনিক বরুড়া কন্ঠ প্রকাশনার ২৬ বছরে পদার্পন

Barura Kantha / ৫০০০ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মুহাম্মদ জামাল হোসেন শাহজী :

বরুড়ার মাটি ও মানুষের মুখপত্র দৈনিক বরুড়া কন্ঠ। “অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ” এ স্লোগানকে সামনে রেখে ২জুলাই ২০০০ সাল থেকে বরুড়া কন্ঠের পথচলা শুরু। ২০১৫ সালের ডিসেম্বরে এসে দৈনিক হিসেবে পথ চলতে থাকে দৈনিক বরুড়া কন্ঠ। অনেক চড়াই উৎরাই পেরিয়ে বরুড়া কন্ঠের প্রকাশনা ২৬ বছরে পদার্পন করেছে।

২১ জুলাই ২০২৩ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম ইউসুফ আলীর ইন্তেকালের পর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি অবসর প্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শাহআলম ও মরহুম ইউসুফ আলী ভাইয়ের বড় ভাই মফিজুল ইসলাম এর উৎসাহ অনুপ্রেরণায় ওনার সহধর্মীনি মোসা. তাসলিমা আক্তার পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে প্রকাশনার দায়িত্ব ভার গ্রহণ করেন। এর মাঝে পত্রিকার উপদেষ্টা হিসেবে সাবেক যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব আবদুল হক, পরিবেশবিদ ও বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আবুল খায়ের সিকদার, সাংবাদিক ইলিয়াছ আহমেদ, সহকারী অধ্যাপক মাসুদ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক কাজী মুমিনুল্লাহ ভুঁইয়া সহ পত্রিকার অনেক শুভাকাংখী সার্বিক সহযোগিতা দিয়ে পত্রিকা প্রকাশনার সাহস যোগিয়েছেন। আমরাও যারা পত্রিকার সাথে অতীতে সংশ্লিষ্ট ছিলাম, আমরাও সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি প্রকাশনা অব্যাহত রাখার জন্য।

বরুড়া কন্ঠ ২০০০ সনে যখন সাপ্তাহীক হিসেবে আত্মপ্রকাশ করে তখন তৎকালীন বরুড়ার সংসদ সদস্য মরহুম আলহাজ্ব আবদুল হাকিম পত্রিকার ডিকলারেশন পেতে সহায়তা করেছিলেন এবং পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছিলেন। এরপর বরুড়ার সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম আবু তাহের, মহিলা সংরক্ষিত সংসদ সদস্য মরহুমা অধ্যাপিকা পান্না কায়সার পত্রিকার প্রকাশনা কাজে সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বরুড়ার সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমান ভুঁইয়া, বিএন পি নেতা এম এ আজিজ, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান বরুড়ার কৃতি সন্তান মরহুম এডভোকেট আবদুল মবিন, সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এবং এসকিউ গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এ জেড এম শফিউদ্দিন শামীম সহ বরুড়ার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ পত্রিকার প্রকাশনা কাজে সহযোগিতা করেছেন। এমনিভাবে বরুড়ার সর্বস্তরের মানুষ, বিজ্ঞজন, জ্ঞানী গুণী, প্রশাসন, সুশীল সমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পত্রিকার প্রকাশনা কাজে সহযোগিতা করে যাচ্ছে। সবার আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে পত্রিকার প্রকাশনা অব্যাহত রয়েছে। দৈনিক বরুড়া কন্ঠের পথচলা আরো সুগম ও সুন্দর হউক। সকলের আরো বেশি বেশি সহযোগিতা কামনা করি।

গত (২৩ আগস্ট) শনিবার দৈনিক বরুড়া কন্ঠের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বরুড়ার ঝলম রুচি বিলাস চাইনিজ এন্ড পার্টি সেন্টারে এ আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি (অবসর প্রাপ্ত) অধ্যক্ষ মুহাম্মদ শাহআলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশবিদ ও বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী আবুল খায়ের সিকদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুব কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সাংবাদিক মুহাম্মদ ইলিয়াছ আহমেদ, সহকারী অধ্যাপক মাসুদ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক কাজী মুমিনুল্লাহ ভুঁইয়া। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসা. তাসলিমা আক্তার। একটি প্রানবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঘরোয়া ও মনোরম পরিবেশে। অতিথিদের উপস্থিতিতে দৈনিক বরুড়া কন্ঠে৷ ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত সুন্দর ভাবে সফল হয়েছে। বরুড়া কন্ঠ বেঁচে থাকুক বরুড়ার গণ মানুষের হৃদয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর