মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়া পৌরসভায় উপজেলা নির্বাহী অফিসার ও বরুড়া পৌরসভার প্রশাসক নু-এমং মারমা মং এর উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য পৌর এলাকার খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা অপসারণের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত। লালমাই পাহাড়ের পাদদেশে গড়ে উঠা পল্লী অঞ্চল বরুড়া উপজেলা ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় প্রচুর ধান ও শাকসবজি উৎপাদিত হয়, তার মধ্যে প্রধান অর্থকরী ফসলের মধ্যে ধান, কচুরলতি ও আখ চাষ বহু বছর যাবত উৎপাদন হলেও সম্প্রতি প্রচুর বৃষ্টিপাত ও গোমতী নদীর পানি বৃদ্ধি হওয়ার কারনে স্থানীয় এলাকার বর্ষার পানি খাল ভরাট হওয়া ও কচুরিপানা সহ ময়লা আবর্জনায় স্তুপ হওয়ার কারনে কৃষক সময়মত শস্য উৎপাদন করতে না পারায় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সম্প্রতি সময়ে বরুড়া পৌরসভার প্রধান খাল গুলো থেকে ময়লা আবর্জনা ও কচুরিপানা অপসারণের উদ্যোগ গ্রহণ করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক নু-এমং মারমা মং।
এসময় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক নু-এমং মারমা মং
বলেন পৌর এলাকার যারা খালে ময়লা আবর্জনা ফেলছেন খালে ময়লা আবর্জনা না ফেলানোর জন্য নির্দেশ প্রদান করেন। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হবে না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। তিনি আরও বলেন পর্যায়ক্রমে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে কার্জন খাল ও শাখা খালের কচুরিপানা ও ময়লা অপসারণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী গাজী সাখাওয়াত হোসেন, উপসহকারী প্রকৌশলী আতাউল মাসুদ, কর নির্ধারক সমীরচন্দ্র দাস, সহকারি কর আদায়কারী মোঃ জসিম উদ্দিন, বরুড়া বাজার পরিদর্শক মোঃ শাহজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।