বরুড়ায় উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
আবু ইউছুফ রাবেত :
কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট ২০২৫ শনিবার বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সম্মেলন হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক কায়সার আলম সেলিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম ভিপি, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন ও এডভোকেট সাবেরা আলা উদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা যুগ্ম আহ্বায়ক সরওয়ার জাহান দুলন, নজরুল ইসলাম, মাহবুব চৌধুরী, মোস্তফা জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেজাউল হক রেজু, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন কল্লোল, উপজেলা যুবদলের সদস্য সচিব মমিনুল হক লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবদুল জলিল এবং ছাত্রদল সভাপতি মোস্তাকিন পাটোয়ারী।
সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ জহিরুল হক স্বপন ও পৌর বিএনপির সদস্য সচিব মো. মফিজুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরদার।
কাউন্সিল অধিবেশনে একক প্রার্থী থাকায় বরুড়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন ও সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নূরু। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সৈয়দ রেজাউল হক রেজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন কল্লোল।
অন্যদিকে বরুড়া পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরদার, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক পৌর কমিশনার মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস ওয়াজেদী এবং গীতা পাঠ করেন প্রাণেশ্বর।
উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর পর বরুড়া উপজেলা ও পৌর বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হলো। দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এই আয়োজনকে ঘিরে গেইট, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে যায় বরুড়ার প্রধান সড়ক ও আলীয়া মাদরাসা মাঠ। প্রায় ১৮ শত কাউন্সিলরের পাশাপাশি কয়েক হাজার নেতাকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।