বরুড়ায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
আবু ইউছুফ রাবেত :
আজ সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন কাদির।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন ও দৈনিক শিরোনাম পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি মোঃ ইকরামুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
বরুড়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জসিম উদ্দিন খোকন, সাবেক সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস, সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের সাবেক স্টাফ রিপোর্টার মোঃ ছিদ্দিকুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক (সঞ্চালক), সাংগঠনিক সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিন রানা, নির্বাহী সদস্য ওমর ফারুক মোল্লা, সদস্য মোঃ জহিরুল ইসলাম, লিটন চন্দ্র মজুমদার এবং কাজী মাওলানা মুফতী মোহাম্মদ মমিন উল্লাহ ভুইঁয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজসহ বিভিন্ন প্রজাতির মোট ৫০০ চারা বিতরণ করা হয়।