বরুড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ
আবু ইউছুফ রাবেতঃ
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে বরুড়া উপজেলা পরিষদের অর্থায়নে আজ ৪ আগস্ট, সোমবার বরুড়া উপজেলার নানা শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এক হাজার ফলজ গাছের চারা নিয়ে শিক্ষার্থীরা আজ হাতে করে নিয়েছে নিজেরাই পরিবেশ রক্ষার এক নতুন দায়িত্ব।
বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যারা এই ফলজ গাছের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় বনায়ন ও সবুজায়নের অঙ্গীকার ব্যক্ত করলো।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা বন কর্মকর্তা কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন, ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রকৃতির সাথে একাত্ম হয়ে গাছ লাগানো আমাদের জাতীয় দায়িত্ব। তোমরা তোমাদের এলাকাকে সবুজ আর শোভাময় করার জন্য এই কাজ চালিয়ে যাও।”
সভাপতি বক্তব্যে বরুড়া উপজেলা বন কর্মকর্তা কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সবুজ বাংলাদেশ গড়তে আমাদের ছোট ছোট উদ্যোগই বৃহৎ ফল দেবে।”
যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক ইকরামুল হক, সাংবাদিক সলিল বিশ্বাস। এ ছাড়াও মানব সেবা সংগঠনের সভাপতি কাজী মমিনউল্লা ভূইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন, বরুড়া কন্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ শরিফ উদ্দিন ও আবু ইউছুফ রাবেতও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করলো এবং তাদের মনে হলো পরিবেশ রক্ষার অঙ্গীকার। আজকের এই ছোট্ট গাছের চারা আগামী দিনে বরুড়ার সবুজ ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রতীক হবে বলে আশা ব্যক্ত করা হয়।