শিরোনাম:
বরুড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ জিপিএ ৫ পেয়েছে ১২৪ জন বরুড়ায় উপজেলা প্রেসক্লাবের ফল উৎসব অনুষ্ঠিত বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ভর্তি মেলা শুরু বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আয়োজনে ভর্তি মেলা বেওলাইন যুব সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, নবীনবরণ ও ফল উৎসব অনুষ্ঠিত বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরন লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী র‍্যালি অনুষ্ঠিত বরুড়ায় পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত, স্বর্ণালঙ্কার লুট বরুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কুমিল্লা ৮ বরুড়া জাতীয় নাগরিক পার্টি যুগ্ন আহবায়ক আলী আম্মাত আলেক হোসেন সাগর ভাই এনসিপি

বরুড়ায় পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত, স্বর্ণালঙ্কার লুট

Barura Kantha / ৭৮৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বরুড়ায় পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত, স্বর্ণালঙ্কার লুট

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়া উপজেলার মহিদপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী আমানুল ইসলাম হৃদয় (২৩) বরুড়া থানায় দায়ের করা এজাহারে জানান, গত ১৩ জুন সকাল আনুমান ১০টায় তার চাচা ও চাচাতো ভাই-বোনসহ ৮ জনে সংঘবদ্ধ হয়ে তাদের পারিবারিক পুকুরপাড়ে হামলা চালায়। ওই সময় তিনি, তার বাবা টকি সুলতান, মা আমেনা বেগম, ভাই রিয়াদ হাসান ও বোন সুমাইয়া আক্তার সেখানে অবস্থান করছিল।

এজাহারে উল্লেখ করা হয়, বিবাদীরা ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার তাদেরকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। এতে ৪ জনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে হামলাকারীরা বাদী পক্ষের মহিলাদের ওপর চড়াও হয়ে শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন আমানুল ইসলাম। লুট হওয়া স্বর্ণালঙ্কারের মূল্য আনুমানিক ২,০০,০০০/= (দুই লক্ষ) টাকা বলে অভিযোগ করা হয়েছে।
সংঘর্ষের শোরগোল শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে টকি সুলতানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জের কাছে ঘটনার জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়ে তদন্ত করে আসামীদেরকে গ্রেফতার করেছি।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ আরোও তীব্রতর ধারণ করায় এ হামলার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর