বরুড়ায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্তৃক জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ স্বপ্ন দেখে যারা, তারাই একদিন বাস্তবতা বদলায়। আর সেই স্বপ্ন দেখা শিক্ষার্থীদের কৃতিত্বকে সম্মান জানাতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বরুড়া উপজেলা শাখা আয়োজন করে এক অনন্য সংবর্ধনা অনুষ্ঠান। এবারের আয়োজনে সম্মানিত করা হয় জিপিএ-৫ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদেরকে, যাদের কৃতিত্ব শুধু পরিবার নয়, পুরো সমাজের গর্ব।
আজ ২৭ জুলাই ২০২৫ . বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বরুড়া উপজেলা শাখার উদ্যোগে লতিফপুর হোটেল রেড উইন কনভেনশন হল রুমে বরুড়া উপজেলায় এসএসসি-দাখিল সমমনা পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী
ছাত্রশিবির বরুড়া উপজেলা সদর শাখার সভাপতি মু. ফরহাদ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কুমিল্লা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল অধ্যাপক শফিকুল আলম হেলাল।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মহিউদ্দিন রনি, কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি, জনপ্রিয় শিল্পপতি ফজলুল কাদের চৌধুরী, বরুড়া পৌরসভা আমীর অধ্যাপক শাহাজালাল,
কুমিল্লা দক্ষিণের সাবেক সভাপতি ও বরুড়া পৌরসভা সেক্রেটারি মু. আনোয়ার হোসাইন,
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের বিপরীতে আদর্শ শিক্ষার্থীই পারে আলোর প্রদীপ জ্বালাতে।”
প্রধান বক্তা হিসেবে ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম বলেন,
“মেধা যদি আদর্শের সঙ্গে না মেলে, তবে সে সমাজকে আলো দিতে পারে না। তাই এই কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি—জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনেও হতে হবে দৃঢ়প্রতিজ্ঞ।”
বক্তারা সবাই কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননাপত্র ও উপহার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা সাজ্জাদ শাহাদাত এবং বোরহান উদ্দিন ইমন।
অনুষ্ঠানে অভিভাবকদের চোখে ছিলো গর্বের ঝিলিক, শিক্ষার্থীদের মনে ছিলো অনুপ্রেরণার আলো।
আয়োজনটি প্রমাণ করেছে—শিক্ষাই শক্তি, আদর্শই ভবিষ্যতের পথ।