মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট’র অভিষেক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ অক্টোবর উপজেলার ফলকামুড়ি গ্রামে শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে “মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্ট”-এর “অভিষেক অনুষ্ঠান
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজ সেবক এবং শিক্ষানুরাগী আবদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি আমীন নার্গিস,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সমাজকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়ার কর্মী বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পবিত্র ধর্ম গ্রন্থ পাঠের মাধ্যমে শুরু হয়ে ট্রাস্টের কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, স্মৃতিচারণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এ জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম মজুমদারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ইংরেজি প্রভাষক আবদুর রহমান জকি, সহকারী শিক্ষক নয়ন দেওয়ানজী এবং শাকিলা আক্তার।