বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় বরুড়া উপজেলা সনাতনী সম্প্রদায়ের আয়োজনে বরুড়া নৃসিংহদেব ও জগন্নাথ মন্দির প্রাঙ্গণে
সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কুমিল্লা দঃ জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক মনীন্দ্র কিশোর মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দঃ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, কুমিল্লা দঃ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুভাষ বণিক, মহানগর পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্যামল চন্দ্র সাহা, সাবেক বন কর্মকর্তা তপন কুমার দে, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, সাবেক রেলওয়ে কর্মকর্তা দীপক কুমার ভৌমিক, বরুড়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভা কাউন্সিলর জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ন আহবায়ক অধ্যাপক জহরলাল দত্ত, বরুড়া উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক ডাঃ তপন ভৌমিক, যুগ্ম আহবায়ক রাজিব দত্ত, নৃসিংহ দেব ও জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুদর্শন ভদ্র।
মাষ্টার রাজন বনিক ও মাষ্টার তপন কৃষ্ণ বনিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীফ মজুমদার, বরুড়া উপজেলা শারদাঞ্জলী ফোরামের উপদেষ্টা স্বপন দাস,
নৃসিংহ দেব জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস লাল দত্ত, কালী মাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিনয় ভুষন সাহা, শাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ভৌমিক, কানেস কর চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী। এসময় বিভিন্ন পুজা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এদিন বরুড়া উপজেলার ৯৩টা দূর্গা মন্দিরে প্রায় ৪ লক্ষ টাকা সমান ভাবে বিতরন করা হয়।