বরুড়া উপজেলার উন্নয়ন কার্যক্রম এর অগ্রগতি
মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লা বরুড়ায় উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
বরুড়া উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়
গত ২০২৪-২৫ অর্থ বছরের বরুড়ার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়ার প্রচেষ্টায় বরুড়া উপজেলার উন্নয়ন কার্যক্রম বিশেষ করে কয়েকটি রাস্তা কালভার্ট, দুটো বিদ্যালয় উর্ধ্বমুখী করণ, এছাড়াও আগামী অর্থ বছরের বরুড়ার উন্নয়নে ব্যাপক কাজ হবে বলে আশা করা যায়। তার মধ্যে দুটো খাল খনন, বড় ৬ টি রাস্তা সংস্কার, নতুন করে ৫০ টি কাঁচা রাস্তা পাকা করণে আইডি নাম্বার পালানো চলমান রয়েছে।
এলজিইডির মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে সমাপ্ত উন্নয়ন প্রকল্পের আওতায় সমাপ্ত কাজের মধ্যে
১. ২৯ টি রাস্তায় ৪০ কি: মি: কাজ বিনির্মাণে ৪০ কোটি টাকা ব্যয় করা হয়।
২. ৬ টি বড় রাস্তার ১৬ কি: মি: অংশ মেরামতের জন্য ৪০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছর হতে যে সকল কার্যক্রম ভবিষ্যতে বাস্তবায়নের প্রক্রিয়াধীন আছে, তন্মধ্যে উল্লেখযোগ্য:
১. ১৮২ টি রাস্তা ২৫৫ কি: মি: ৩৭৩ কোটি টাকা।
২. ৪৮ টি রাস্তা ৭৩ কি: মি: ৪৭ কোটি টাকা।
৩. ৬ টি ব্রীজ ১৩৪ মি. ১৫ কোটি।
৪. ২ টি খাল ২৯.৮৫ কি: মি:।
৫. সামাজিক প্রকল্পে ২৩ টি মসজিদ/মন্দির/ কবরস্থানে ১,২০,০০,০০০/- টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
৫. জেলা পরিষদ কর্তৃক বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ বিনির্মাণে ৬,০০,০০০/-
৬. উপজেলা পরিষদ: ঈদগাহ মিনার নির্মাণে ১০,০০,০০০/-,
৭. আড্ডা, আদ্রা, ভবানীপুর, খোশবাশ উত্তর, ও শিলমুড়ী উত্তর ভূমি অফিস এই ৫ টি ভূমি অফিসে ৫,০০,০০০/-বরাদ্দ হয়েছে।
৮. উপজেলা পরিষদের ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে ১,৭১,০০,০০০/- টাকা বরাদ্দ পাওয়া গেছে।
৯. নতুন ইউনিয়ন পরিষদ ভবন প্রয়োজনে আড্ডা, শিলমুড়ী উত্তর, ও শিলমুড়ী দক্ষিণ, ভাউকসার।
১০. প্রাথমিক শিক্ষা অফিস মেরামত ১৯,০০,০০০/-
১১. করিয়াগ্রাম মরিয়ম বেগম প্রাইমারী স্কুলের বাউন্ডারী ওয়াল নির্মাণে ১৭,০০,০০০/-
১২. সাইক্লোন সেন্টার
ক. বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
খ. জোড় পুকুরিয়া উচ্চ বিদ্যালয়
গ. সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয়
ঘ. ধুলিয়ামুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৩. ২টি পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ক. উপজেলা পরিষদ এর পুকুর।
খ. জোড় পুকুরিয়া ভূইয়া বাড়ি পুকুর।
১৪. ২৯৫ টি রাস্তা কাচা রাস্তা হতে পাকা রাস্তায় উন্নীতকরণের জন্য ইতোমধ্যে ৫০ টি রাস্তার আইডি নম্বর পড়েছে। ২৪৫ টি রাস্তার আইডি নং প্রাপ্তি প্রক্রিয়াধীন আছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর:
১. ভেটেরিনারী সার্জন একজন দেওয়া হয়েছে।
কৃষি বিভাগ:
১. বর্তমানে ৫ টি প্রকল্প চলমান। শাকসবজি প্রণোদনা দেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে ৫২৫ জন পাচ্ছে। ভবিষ্যতে এর সংখ্যা আরোও বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে।
২. পাটনা প্রকল্প।
৩. লতির শেড আছে ৩ টি। আরো ৩-৫ টি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
সমবায় বিভাগ:
১. দুগ্ধজাত প্রকল্প চলমান রয়েছে।
মৎস্য বিভাগ:
১. ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রকল্প অনুমোদিত হয়েছে। PD নিয়োগ প্রক্রিয়াধীন।
২. প্রদর্শনী (দেশীয় জাতের মাছ) কার্যক্রম চলমান রয়েছে, প্রশিক্ষণ (মৎসজীবী) চলমান রয়েছে।
পল্লী সঞ্চয় ব্যাংক:
১. ব্যাংকের স্থিতি ২৪ কোটি টাকা। ঘূর্ণায়মান তহবিল হিসেবে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
১. Loan Recovery rate 83%
ইসলামিক ফাউন্ডেশন: মসজিদভিত্তিক কার্যক্রম
১. ১৯২ জন ইমাম এর সম্মানী (৫,০০০ হতে ৬,০০০/- টাকায় উন্নীত হয়েছে (২০২৫-২০৩০ পর্যন্ত)। ১২৭ টি মক্তব পরিচালিত হচ্ছে এবং ৪৮ জন মহিলা শিক্ষক রয়েছে।
সমাজসেবা বিভাগ:
১. বিদ্যমান ভাতাভোগী হতে ২১৭৩ জন বয়স্ক/বিধবা/প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা হয়েছে।
২. গুরুতর অসুস্থ/ক্যান্সার এর জন্য এককালীন জনপ্রতি ৫০,০০০/- টাকা সরকারি অনুদান প্রাপ্তির জন্য বরুড়া উপজেলার অনুকূলে বেশি সংখ্যক কোটার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে কার্যক্রম চলমান আছে।
৩. বেসরকারি এতিমখানার শিক্ষার্থীদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট বৃদ্ধি করা হয়েছে।
বিএডিসি:
১. ১টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
২. সেচের জন্য পাইপ লাইন- ০৩টি স্থাপন করা হয়েছে।
৩. পাটনা প্রকল্প কৃষক প্রশিক্ষণ কেন্দ্র-১০টি।
৪. ৮.৫ কি: মি দৈর্ঘ্য বিশিষ্ট খাল খনন প্রকল্প নেওয়া হয়েছে।
৫. ওয়াটার পাম ব্রিজ/কালভার্ট-০৮টি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
৬. ভূ-গর্ভস্থ সেচ-১১টি (৯ কিমি) এর জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
৭. গভীর নলকূপ পুনর্বাসন ২টি।
শিক্ষা প্রকৌলশ অধিদপ্তর:
১. বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়াশরুম সংস্কারের জন্য ১৫,০০,০০০/- টাকা বরাদ্দ পাওয়া গেছে।
২. সম্প্রসারণ ও একাডেমিক ভবন এর জন্য বরাদ্দ পাওয়া গেছে
ক. বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়
খ. হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয়
স্বাস্থ্য
১. ২০ টি কমিউনিটি সেন্টারের মধ্যে ১০ টি কমিউনিটি সেন্টারের সংস্কার কাজ সমাপ্ত হয়েছে।
২. ১টি সাব-মারসিবল পাম্প স্থাপন করা হয়েছে।
৩. সোনাইমুড়ী ২০ বেড হাসপাতাল প্রস্তুত হয়েছে।
খাদ্য বিভাগ
১. খাদ্য বান্ধব কর্মসূচীতে ১৫ টাকা কেজি চাল ৮০০৪ জন হতে ১২৮৬০ জনে বৃদ্ধি করা হয়েছে।
২. ওএমএস কার্যক্রম-চাল/আটা বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক ও জনপদ
১. বরুড়া খাদ্য গুদাম হতে ফায়ার সার্ভিস পর্যন্ত ১৫০০ মিটার কাজ চলছে।
বনবিভাগ
ঝলম বাজার লালমাই টু-খাদ্য গুদাম
১.৪ কি: মি: জলপাই বাগানের চারা রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আনসার ভিডিপি
পূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সংস্থাকে দায়িত্ব প্রদান করে কমিটি গঠন করা হয়েছে। বরুড়া উপজেলায় আনসার কর্মকর্তা বৃদ্ধির জন্য আনসারের উপমহাপরিচালকের সাথে বলে লোববল প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ
বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের রাস্তার মাঝখানে থাকা ৪১টি খুটি স্থানান্তরের জন্য সম্ভাব্য ১৮ লক্ষ টাকা সংস্থান করা হচ্ছে।
পরিবার পরিকল্পনা:
প্রতিবন্ধী বিষয়ক কার্যক্রম
১. আধুনিক চিকিৎসা চেয়ে পত্র দিবেন।
২. জাতীয় উন্নয়ন ফাউন্ডেশন।
প্রাথমিক শিক্ষা অফিস:
১৫৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ৩১ হাজার শিক্ষার্থী শিক্ষা লাভ করছে।