বরুড়া ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে
মোঃ শরীফ উদ্দিনঃ বরুড়া কণ্ঠ।
কুমিল্লার বরুড়া ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, কমিটির ঘোষণার তারিখ ০৩-০৩-২০২৫ ইং থেকে আগামী ৬ মাসের জন্য অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ মোয়াজ্জেম হোসেন (কল্লোল), সদস্য সচিব হিসেবে ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (পদাধিকার হিসেবে) মোহাম্মদ এমদাদুল হক, অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ এমরান হোসেন (বরুড়া উপজেলা নির্বাহী অফিসার এর মনোনিত), শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ ছফি উল্লাহ (জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনিত)। প্রজ্ঞাপন অনুযায়ী জানা যায় ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের জন্য কুমিল্লা জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪ এর (৬৪) ৪ ধারা অনুযায়ী সভাপতি মনোনয়ন সহ উল্লেখিত ব্যক্তিদের সমন্বয়ে চিঠি ইস্যু তারিখ হতে আগামী ৬ মাসের জন্য অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এবং আরও বলা হয়েছে অ্যাডহক কমিটির মেয়াদের সময়ে বিধি মোতাবেক একটি নিয়মিত গভর্নিং বডি করতে হবে।