মুহাম্মদ জামাল হোসেন শাহজীঃ
কুমিল্লা জেলার বরুড়া পৌর সদরে বরুড়া বাজার জিরো পয়েন্টে যানজট নিরসন ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে গত ২৮ আগস্ট ২০২৫ খ্রী বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে বরুড়া পৌর সদর বাজার এলাকার দোকানপাট ও স্থাপনা রাস্তার সীমানা থেকে ৩ থেকে ৪ ফুট পিছিয়ে নিতে নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নু এমং মারমা মং।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, “বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই যানজট ও ভোগান্তির কারণে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ ছিল। সেই সমস্যার সমাধানেই রাস্তা সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য দোকানদার ও ব্যবসায়ীদের নিজ দায়িত্বে স্থাপনা সরাতে হবে। আগামী শনিবারের মধ্যে এ কার্যক্রম শেষ করতে হবে।
ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করে ইউএনও আরোও বলেন, উন্নয়নমূলক কাজ সফল করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। স্থানীয়দের দুর্ভোগ লাঘব ও বাজারের সৌন্দর্য রক্ষার্থে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, প্রথমে সিদ্ধান্তটি তাদের জন্য কিছুটা কঠিন মনে হলেও বৃহত্তর স্বার্থে তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের দাবি, দোকান সরানোর পর যাতে নতুন করে আর কোনো ধরনের দখলদারিত্ব সৃষ্টি না হয়, সেদিকে প্রশাসনের কঠোর নজর রাখতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কেউ নিজ উদ্যোগে দোকান সরাতে ব্যর্থ হয়, তবে প্রশাসন নিজস্ব ব্যবস্থায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবে।