মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বরুড়া উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন ঘোষণা করা হয়েছে।
২১ আগষ্ট বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্যাডে ধর্ম যার যার উৎসব সবার এ প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বরুড়া উপজেলা কমিটিতে
আহবায়ক বাবু ডাঃ তপন ভৌমিক, সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু রাধেশ্যাম বৈষ্ণব (সাবেক মৎস্য কর্মকর্তা), বাবু প্রাণেশ্বর আচার্য্য (মাষ্টার), যুগ্ম আহবায়ক বাবু দীপক চন্দ্র দাস (মাষ্টার), বাবু সুভাষ সূত্রধর (সাবেক ব্যাংক কর্মকর্তা), বাবু স্বপন পাল, বাবু মৃত্যুঞ্জয় আইন রিপন, বাবু তপন কৃষ্ণ বণিক (মাষ্টার), বাবু নিতাই চন্দ্র পাল
,বাবু শংকর সূত্রধর, কমল সূত্রধর, লক্ষণ পাল (মাষ্টার), ননী গোপাল আচার্য্য, অজিত কুমার দাশ (মাষ্টার), রাজন চন্দ্র বণিক (মাষ্টার), কাজল দে, মানিক সিংহ, সদস্য সচিব বাবু রাজীব দত্ত (সাবেক শিক্ষক), নির্বাহী সদস্য বাবু জয়দেব বণিক, রাজীব দত্ত অন্ত, কিরণ সরকার (ডিপ্লোমা মেডিকেল), সঞ্জীব চক্রবর্তী, প্রশান্ত কুমার দে (মাষ্টার), শংকর ভৌমিক, মতিলাল দেবনাথ, বিদ্যুৎ মজুমদার, দিলীপ কুমার সরকার (অধ্যাপক), সঞ্জয় বণিক, অনিমেষ ভৌমিক অপু, নিমাই আচার্য্য রাজু, পংকজ কুমার দত্ত সুমন, জীবন আচার্য্য, উত্তম সরকার (মাষ্টার), রামপ্রসাদ দত্ত, প্রাণ কৃষ্ণ দেবনাথ (মাষ্টার), দীপক সূত্রধর (মাষ্টার), টিটু রঞ্জন ভৌমিক এডভোকেট, বিধান হালদার (মাষ্টার), মাধব ধর, শ্যামল শীল, পলাশ দত্ত (কৃষ্ণ), রাজীব দত্ত, বিশ্বজিৎ নন্দী, চন্দন সূত্রধর, নিবাস চন্দ্র দাস, পিয়াস সূত্রধর, প্রণব দে (সেন্টু), বিক্রম দত্ত, তনয় কর, প্রমির সরকার, রিপন সরকার, সুব্রত রায় চৌধুরী (মাষ্টার), ইন্দ্রজিত দেওয়ানজী, নির্মল বণিক মাষ্টার, বলাই সাহা, দিপক চক্রবর্তী, জয়ন্ত ভাওয়াল, রাজীব ভক্ত, পাপন বণিক, অংকুর সূত্রধর এর নাম ঘোষণা করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা জেলা আহবায়ক মনীন্দ্র কিশোর মজুমদার, সদস্য সচিব সুভাষ ভৌমিক।