মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বরুড়া মানব সেবা সংগঠনের দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি
আবু ইউছুফ রাবেতঃ ২১ জুলাই ২০২৫
ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ ২৭জুলাই রোজ সোমবার সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিল ও ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই মানবিক আয়োজনটি করে বরুড়া মানব সেবা সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মমিন উল্লাহ ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহিদ হাসান, সাধারণ সম্পাদক, কুমিল্লা প্রেস ক্লাব। ইলিয়াছ আহাম্মেদ, সভাপতি, ওরাই আপনজন সামাজিক সংগঠন। মোঃ জাহাঙ্গীর হোসেন, সভাপতি উপজেলা প্রেসক্লাব ও মোঃ ইকরামুল হক,সেক্রেটারি বরুড়া উপজেলা প্রেসক্লাব , উপদেষ্টা, বরুড়া মানব সেবা সংগঠন, মোঃ জাকির হোসেন, সাবেক কমিশনার, ৫নং ওয়ার্ড, হাজী সোয়াব আলী, প্যানেল চেয়ারম্যান, ১০নং উত্তর শিলমুড়ি ইউনিয়ন মোঃ নোমান চৌধুরী, সাধারণ সম্পাদক, বরুড়া মানব সেবা সংগঠন
মোঃ ওয়াহেদ আলী মেম্বার, সহ-সভাপতি, বরুড়া মানব সেবা সামাজিক সংগঠন, নেইগার সুলতানা, প্রধান শিক্ষিকা, সারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মোঃ আব্দুল বারিক, মোঃ হানিফ, সাংবাদিক রাবেত, স্থানীয় গুণীজন ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফল ও বনজ গাছের চারা গাছ বিতরণ করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
বরুড়া মানব সেবা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “মানবিক চেতনা ও পরিবেশ রক্ষার প্রয়াস থেকেই এই আয়োজন। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।