আড্ডায় বসত ঘর পুড়ে যাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের আর্থিক সহায়তা প্রদান
আবু ইউছুফ রাবেতঃআলোর শহরে আজ কালো মেঘের আনাগোনা। বৃষ্টি শেষে স্বস্তির আলোর অপেক্ষায় যখন নিবৃত্তে অপেক্ষমান ইবরাহীম। নতুন আলোর চাহনিতে যে আলো ফুটছিল, তিল তিল করে সাজানো গোছানো জীবনের শেষ সম্বল তার বসতঘর টুকু চোখের সামনে এক ভয়ংকর অগ্নিকান্ডের ঘটনায় পুঁড়ে ছাঁই হয়ে যায়। আশায় ভরা মনে নিরাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলানো ছাড়া তার আর কিছুই করার ছিল না।
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা তিনআনি বাড়ির ইব্রাহিমের তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বসতঘরটি বৈদ্যুতিক শক সার্কিট এর কারণে আগুনে পুরে ছাই হয়।
ঘটনার দিন হঠাৎ তার বসতঘরে আগুন দেখতে পেয়ে নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয় ইব্রাহিম। একেবারে নিস্তব্ধ,
এলাকায় মানুষও যার যা কিছু ছিল তাই নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে।
আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে টিকাতে পারেনি ইব্রাহিমের সারা জীবনের সম্বল তার বসত ঘরটি। আগুনে পুঁড়ে একেবারেই ছাঁই হয়ে যায়। সেই নিঃস্ব ইব্রাহিমের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। অসচ্ছল পরিবারের পাশে আর্থিক সহায়তা দিয়ে পরিবারের কিছুটা স্বচ্ছতা ফিরিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
ভুক্তভোগী ইব্রাহীম বলেন, এই সংকটকালীন সময়ে আমার পাশে উপজেলা নির্বাহী অফিসারকে পেয়ে আমি আনন্দিত। আমি উপজেলা নির্বাহী অফিসারের সমৃদ্ধি ও সফলতা কামনা করি।