শিরোনাম:
বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ফুটবল ফেস্ট উদ্বোধন বরুড়া উপজেলার উন্নয়ন কার্যক্রম এর অগ্রগতি বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত বরুড়ায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও জব ফেয়ার অনুষ্ঠিত বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো কুমিল্লায় ধ্রুবতারার রজতজয়ন্তী উদযাপন 

শাকপুরে স্বেচ্ছাসেবকদলের ৭১ সদস্যের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মাসুদ আলম-সম্পাদক বাবলু”

শাকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নতুন কমিটি গঠিত: মাসুদ সভাপতি, বাবলু সম্পাদক

Barura Kantha / ৮৬৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

 

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: হুমায়ুন কবির চৌধুরী :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৮নং শাকপুর ইউনিয়ন শাখার ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। সম্প্রতি বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটিতে মোঃ মাসুদ আলমকে সভাপতি এবং মোঃ আবু সাঈদ বাবলুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির শীর্ষপদে রয়েছেন আরও কয়েকজন দায়িত্বশীল নেতা। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ মাসুদ মিয়াজী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ বাহার মাহামুদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ সজিব হোসেন, কোষাধ্যক্ষ মোঃ শামীম হোসেন, এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাতজন সহ-সভাপতি, পাঁচজন যুগ্ম সম্পাদক, এবং দফতর, মহিলা, কৃষি, ছাত্র, যুব, স্বাস্থ্য, ক্রীড়া, ধর্ম, স্বেচ্ছাসেবক ও ত্রাণবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন উপকমিটির দায়িত্বপ্রাপ্তরা।

কমিটির সভাপতি মোঃ মাসুদ আলম বলেন, “দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শাকপুর ইউনিয়নে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে আমরা মাঠে কাজ করব।”

সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ বাবলু বলেন, “নেতৃত্বের প্রতি আস্থা ও দলের প্রতি দায়বদ্ধতা নিয়ে আমরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবকদলের কার্যক্রম ছড়িয়ে দেব।”

বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি স্থানীয় পর্যায়ে বিএনপির কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর