স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আয়োজনে ভর্তি মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির এডমিশন ডিরেক্টর গিয়াস উদ্দিন আহমেদ, ছোটতুলাগাঁও মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (সিএসই) মজিবুর রহমান, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও আহমেদীয়া এন্টারপ্রাইজের পরিচালক মাহবুব আহমেদ এবং জুনিয়র এডমিশন অফিসার মোঃ মাহাদী হাসান অনিক।
মেলায় বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশ নেন এবং ভর্তি প্রক্রিয়ার প্রয়োজনীয় তথ্য ও ফরম সংগ্রহ করেন। এই ভর্তি মেলা ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানান।