বাবার ২৫ বছরের নির্ভীক পথচলা
কবি: “ইয়াছমিন আক্তার মুন্নী”
বাবা তুমি ছিলে বরুড়া কণ্ঠের স্বর,
২৫ বছর ধরে তুমি বলেছো সত্যের কথা সরস্বর। দূর দিগন্তে ছড়িয়ে পড়েছে তোমার কলমের আলো,
সাহসের পথ চেঙে গড়েছো সবার জন্য এক নতুন আলো।
নির্ভীক তুমি, কখনো ভীতি ছিল না তোমার মনে,
পত্রিকার পাতা, সত্যের ইতিহাসে তোমার নাম অমলিন হয়ে যাবে মনে।
শুধু সংবাদ নয়, তুমি ছিলে মানুষের এক বিশ্বাস, যার কলমে ফুটে উঠতো সবার সুখ-দুঃখ, সবার অবস্থা।
বরুড়া উপজেলার প্রতিটি কোণে ছিল তোমার পদচিহ্ন,
প্রতিদিনের লড়াইয়ে তুমি, এক নির্ভীক যোদ্ধা, এক সাহসী সিন্ধু।
যত বাধাই এসেছে, তুমি থেমে যাওনি এক মুহূর্তও,
সত্যের পথ ধরেই তুমি চলেছো, বুক পেতে দিয়ে প্রতিটি ঝুঁকি।
তোমার লেখা শব্দ ছিল নিখুঁত, মেধার পরিচয়,
কখনো কান্তি নেই, এক নিবেদিত সাংবাদিকের জীবনের রূপকথা।
বাবা, তুমি আমাদের গর্ব, তোমার সাহস ও মেধা, চিরকাল মনে রাখবো তোমার ওই ২৫ বছরের সংগ্রাম-প্রত্যয়।
তুমি চলে গেলে, কিন্তু তোমার কণ্ঠ আজও জীবিত,
তোমার শিখানো পথচলা, আমাদের পথের দিশা হয়ে থাকবে চিরকাল, অমল।