শিরোনাম:
ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির বার্ষিক নির্বাচন ও পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন বরুড়া প্রেসক্লাবে সদস্য সিনিয়র সাংবাদিক তাজুল ইসলামের চির বিদায় এইচএসসি শেষে জীবনের মোড়: ভুল পথে হারিয়ে যাওয়া, না কি স্বপ্নের পথে পুনর্জাগরণ বরুড়া থানা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতিঃ মাসুদ মজুমদার, সাধারণ সম্পাদকঃ সুজন মজুমদার কুমিল্লার গোমতীর পাড় পর্যটকদের নজরে কুমিল্লা ০৮ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই: ইন্তেকাল বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র নতুন সভাপতি মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক মনির হোসেন বরুড়ায় বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন এর মনোনয়নপত্র দাখিল বরুড়ায় আস্ সালাফিয়্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বীনি প্রোগ্রাম অনুষ্ঠিত

বরুড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আনন্দঘন মিলনমেলা

Barura Kantha / ৯৮০১৯ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বরুড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আনন্দঘন মিলনমেলা

🖊️আবু ইউছুফ রাবেতঃ
কুমিল্লার বরুড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত মিলনমেলা। স্মৃতি, বন্ধুতা আর ঐক্যের সেতুতে দাঁড়িয়ে দিনভর প্রাণবন্ত সময় কাটান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল ১০টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এই মিলনমেলা উদ্বোধন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মনীন্দ্র কিশোর মজুমদার এবং সদস্য সচিব মোঃ আবুল হাসনাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলনমেলার গুরুত্ব তুলে ধরেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর গণিত বিভাগের অধ্যাপক ড. আমান উল্লাহ, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুস সামাদ এবং কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ মোঃ শফিকুল আলম হেলাল।

সকাল ১১টায় বিদ্যালয় মাঠ থেকে বের হয় বর্ণিল র‌্যালি। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি আবারও মাঠে এসে মিলিত হয় উৎসবের মূল পর্বে। দিনভর গল্পগুজব, স্মৃতিচারণা ও সৌহার্দ্যের আবহে মুখর থাকে পুরো এলাকা। সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান-নাচে মেতে ওঠেন অতিথি ও অংশগ্রহণকারীরা। শেষে র‍্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকরা বলেন, এ মিলনমেলার মাধ্যমে পুরনো বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলা হয়েছে এবং ভবিষ্যতে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণে একযোগে কাজ করার নতুন প্রত্যয়ে অংশগ্রহণকারীরা অঙ্গীকারবদ্ধ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর