বরুড়ায় মানব সেবা সংগঠনের উদ্যোগে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনওকে সম্মাননা
আবু ইউছুফ রাবেত :
কুমিল্লার বরুড়ায় সামাজিক ও মানবিক কার্যক্রমে মানব সেবা সংগঠন-এর উদ্যোগে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি-কে ফুল দিয়ে বরণ করা হয়েছে এবং বিদায়ী ইউএনও নূ এমং মারমা মং মহোদয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বরুড়া মানব সেবা সংগঠনের সভাপতি মুফতী কাজী মাওলানা মুহাম্মদ মমিন উল্লাহ ভুইঁয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী ও নবাগত ইউএনও মহোদয়ের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে শিলমুড়ী উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মানব সেবা সংগঠনের উপদেষ্টা হাজী সোয়াব আলী, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মোঃ ইকরামুল হক, শিলমুড়ী উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার ও মানব সেবা সংগঠনের সহ-সভাপতি গাজী মোঃ ওয়াহেদ আলী, সংগঠনের সহ-অর্থ সম্পাদক আবু হানিফসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিদায়ী ইউএনও নূ এমং মারমা মং মহোদয় তাঁর কর্মকালীন সময়ে প্রশাসনিক দক্ষতা, মানবিক মনোভাব ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে বরুড়াবাসীর হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয় মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন।
নবাগত ইউএনও আসাদুজ্জামান রনি মহোদয়কে স্বাগত জানিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, তাঁর নেতৃত্বে বরুড়ার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে। তাঁরা বলেন, প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সমন্বয়ের মাধ্যমে এলাকাবাসীর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
সভাপতির বক্তব্যে মুফতী কাজী মাওলানা মুহাম্মদ মমিন উল্লাহ ভুইঁয়া বলেন, “মানব সেবা সংগঠন সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। প্রশাসনের সঙ্গে আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনওকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।