দৃষ্টি আকর্ষণ
দৃষ্টি আকর্ষণ দৈনিক বরুড়া কণ্ঠ'র ধারাবাহিক ও অনলাইন সংখ্যায় বিজ্ঞাপন প্রদানের আবেদন। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বরুড়া কণ্ঠর ২৪ বছর পেরিয়ে ২৫ বছরে পদার্পন করেছে। আমাদের প্রিন্ট পত্রিকার পাশাপাশি অনলাইন সংস্করণ নিয়মিত প্রকাশিত হচ্ছে। আপনার পণ্য ও প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন প্রত্যাশা করছি। আপনার যেকোন সহযোগিতা পত্রিকাটি প্রকাশনার ক্ষেত্রে সহায়ক হবে। ধন্যবাদান্তে মোসাঃ তাছলিমা আক্তার সম্পাদক ও প্রকাশক মোবাঃ ০১৮১৯০৯৭৭৬২

অনুসন্ধানী সাংবাদিকতার উপর ওয়ার্কশপে গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণ

Barura Kantha / ৪৭৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

অনুসন্ধানী সাংবাদিকতার উপর ওয়ার্কশপে গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণ

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ

২৫ ফেব্রুয়ারি ২০২৫ জামালপুরের জেএফসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো এক বিশেষ ওয়ার্কশপ, যেখানে সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতার নানা দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
“Collaboration Lab: CSO and Media in Bangladesh” শীর্ষক এই ওয়ার্কশপটি আয়োজন করে Center for Communication Action Bangladesh (C-CAB), সহযোগিতায় Ajker Arban। ইভেন্টটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং Free Press Unlimited ও ARTICLE 19 এর সহায়তায় অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে দেশের বিভিন্ন অঞ্চলের গণমাধ্যমকর্মী এবং এনজিও প্রতিনিধিদের মিলিয়ে মোট ৩৩ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- মোহাম্মদ এনামুল হক – প্রধান নির্বাহী, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে), মুক্তি বিশ্বাস, সভাপতি, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, এম.এইচ মজনু মোল্লা, নির্বাহী সম্পাদক, দৈনিকপল্লী কন্ঠ প্রতিদিন, জামালপুর। সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, ৭১ টেলিভিশন এর প্রতিনিধি ও আজকের আরবান পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহ আলম, দৈনিক কালের কন্ঠ পত্রিকা, আজকের দর্পন, আজকের আরবান পত্রিকার নালীতাবাড়ী উপজেলা প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া, আজকের আরবান পত্রিকার বার্তা সম্পাদক মেহজাবিন, দৈনিক সোনালী কন্ঠের স্টাফ রিপোর্টার মো: এমদাদুল হক, শিলা দাস- সদস্য, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, মোছা: মোস্তাকিমা, নির্বাহী পরিচালক, রশিদপুর বটতলা সিবিও, মো: রফিকুল ইসলাম-পরিচালক, প্রশিপস, মশিউল আলম, কলামিস্ট, ইসলামী কন্ডিশন অগ্রপথিক,
মো: রফিকুল ইসলাম সরকার নির্বাহী পরিচালক, এসডিও, মো: সামিউল ইসলাম, নির্বাহী পরিচালক, মুক্তজীবন সংস্থা, মো: জাহিদুল খান সৌরভ- জামালপুর জেলা প্রতিনিধি, এখন টেলিভিশন।

এছাড়াও দেশের বিভিন্ন গণমাধ্যম ও উন্নয়নমূলক সংস্থার প্রতিনিধিরাও এই ওয়ার্কশপে অংশ নেন। মূল আলোচনার বিষয়বস্তু: অনুসন্ধানী সাংবাদিকতার মূল নীতিমালা তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়া সাংবাদিক ও এনজিও কর্মীদের মধ্যে সমন্বয় সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও তার সমাধানের উপায় ইত্যাদি।

সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ওয়ার্কশপটি চলে। মাঝে স্ন্যাকস ও দুপুরের খাবারের ব্যাবস্থাও করা হয়। তাছাড়া ওয়ার্কশপটি প্রাণবন্ত করতে বিনোদনমূলক কাজও করা হয়।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের ইভেন্ট থেকে তারা অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে নতুন ধারণা এবং কৌশল শিখেছেন, যা তাদের কাজকে আরও ফলপ্রসূ করবে।

এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য সাংবাদিক এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO)-এর মধ্যে সমন্বয় বাড়ানো এবং গণমাধ্যমে সত্যনিষ্ঠ এবং কার্যকর অনুসন্ধানী প্রতিবেদনকে উৎসাহিত করা।

ওয়ার্কশপ শেষে আয়োজক সংস্থা জানায়, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে সাংবাদিকতা এবং সামাজিক উন্নয়ন একত্রে কাজ করে দেশের মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর