শিরোনাম:
বরুড়ায় আইএসইউ’র আয়োজনে এইচএসসি উত্তীর্ণদের সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজন বরুড়ায় জনকল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা ও সাংস্কৃতিক উৎসব ৮৯৪ শিক্ষার্থীর অংশগ্রহণ, ৩১১ জন পেল বৃত্তি বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বিদায়ী সংবর্ধনা বরুড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আনন্দঘন মিলনমেলা ভালোবাসা ও সম্মানে বিদায়: ইউএনও নু-এমং মারমা মংকে সংবর্ধনা বরুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন প্রযুক্তি ও প্রশিক্ষণে খামারিদের সমৃদ্ধির আহ্বান বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠান বরুড়ায় মোটরসাইকেল ও সিএনজি সংঘর্ষে অপু কর নিহত আইএসইউতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীনবরণ

বরুড়ায় ১০টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৪০ জন

Barura Kantha / ৭৯৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বরুড়ায় ১০টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৪০ জন

🖊️আবু ইউছুফ রাবেত :
আজ ২৬জুন সারাদেশে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষায় মোট উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৮’শ৪০জন।

বরুড়া উপজেলা শিক্ষা অফিস কর্তৃক জানা যায়, এইচএসসি,আলিম ও সমমানের পরীক্ষায় আজ বরুড়া উপজেলায় মোট ১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ৫টি কেন্দ্রে ১হাজার ৫২৯ জন, আলিম পরীক্ষার্থী ২টি কেন্দ্রে ২৩৯ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ৩টি কেন্দ্রে ৭২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এইচএসসি কেন্দ্রগুলো হলো বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ , ঝলম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, আড্ডা ডিগ্রী কলেজ, পয়ালগাছা ডিগ্রি কলেজ, আগানগর আর্দশ কলেজ। আলিম কেন্দ্রগুলো হলো বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ও কাজকামতা আশ্রাফিয়া আলিম মাদ্রাসা। ভোকেশনাল কেন্দ্র গুলো হলো আগানগর ডিগ্রি কলেজ বিএম শাখা, রেহেনা কারিগরি বিএম শাখা, বরুড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা জানান, সকল কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করেছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং কোনোকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় সার্বিক ব্যবস্থাপনা ছিল সন্তোষজনক।
বরুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের এমন সক্রিয় অংশগ্রহণ স্থানীয় শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ধারার প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। সময়মতো ক্লাস, নিয়মিত প্রস্তুতি এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা শিক্ষার্থীদের ফলাফলে ভালো প্রভাব ফেলবে এমনটাই প্রত্যাশা করছেন সচেতন অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর