মাহবুব কবির,কুমিল্লা \ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় সোনার দোকানে ডাকাতির সময় গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। উপজেলার মিয়ারবাজারে মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্সে ডাকাতি শেষে পালানোর সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাত দল। ওই সময় বাজারের ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার সকালে থানায় মামলা করেছেন প্রীতি জুয়েলার্সের স্বত্বাধিকারী রবীন্দ্র চন্দ্র দত্ত (৪৫)। মামলায় আটক কাওসার আহমেদকে (৩৫) গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি ছাড়া মামলায় অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ ভরি সোনা লুট করে নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন বাদী। লুট করা সোনার বাজার মূল্য ৩৭ লাখ ২০ হাজার টাকা।
এ মামলার এজাহারভুক্ত আসামি কাওসার আহমেদ (৩৫) রাজধানীর উত্তর খান থানার চান পাড়া এলাকার আবুল বাশারের ছেলে। তাঁর কাছ থেকে একটি ম্যাগজিনসহ চারটি গুলি, দুটি চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাত আটটার দিকে উপজেলার মিয়ারবাজারের প্রীতি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধ হওয়া মোশারফ হোসেন মসজিদ মার্কেটের বিসমিল্লাহ টেলিকম নামক মুঠোফোন দোকানের স্বত্বাধিকারী। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বুকের ডান পাশে গুলি লেগেছে।
ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানায়, ‘ঘটনার সময় কাওসার আহমেদকে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে আটক করে। থানায় মামলা হওয়ার পর তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কিছুক্ষণ পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ডাকাত দল দুটি গাড়ি নিয়ে এসেছিল। এর মধ্যে পালানোর সময় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় সেটি ফেলে পালিয়ে যায় ডাকাতেরা। অন্য ডাকাত সদস্যদের আটক এবং লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছি।’