উত্তরা আজমপুর মসজিদের পাশে ঈদগা মাঠে মেলা বন্ধের দাবিতে আল্টিমেট!
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে” কেন্দ্রীয় মসজিদ ও ঈদগা মাঠে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র পবিত্র মাহে রমজান মাসে ও ঈদ উপলক্ষে বিশাল বস্ত মেলার নির্মাণ কাজ শুরু করেন বিষয়টি শুনে মসজিদের মুসুল্লি ও আশেপাশের সচেতন মানুষ বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি ও মিছিল করেছে।
ঘন্টাব্যাপী রাত পর্যন্ত চলে কর্মসূচি, মঙ্গলবার রাতে, বিক্ষোভ সমাবেশ মানববন্ধনে বলেন কখনো এই ঈদগা মাঠে মেলা হয়নি এবং সামাজিক অরাজনৈতিক প্রোগ্রাম হয়নি হটাৎ কিছু খারাপ চরিত্রের মানুষ জোটবদ্ধ হয়ে জোরপূর্বক ভাবে মেলার আয়োজন করে যাচ্ছে। অবৈধভাবে মসজিদের পাশে মসজিদের ঈদগা মাঠে মেলা চলবে না!, মেলা বন্ধের দাবি জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার, উত্তরা পুর্ব থানা ওসি এবং ধর্মপ্রাণ সকলের অবগতি করছি মেলা আয়োজনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মেলার মাঠ নির্মাণ কাজ বন্ধ করার জন্য। মসজিদের সঙ্গে ঈদগাঁ মাঠে কখনো মেলা হতে পারেনা!, কখনো মেলা সহ কেনো ধরনের প্রোগ্রাম হয়নি এই প্রথম খারাপ চরিত্রের টাকার লোভী কিছু মানুষ মেলার আয়োজন করার জন্য উদ্যোগ নিচ্ছে বলেন মোঃ সাইফুল ইসলাম কাজল। মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল স্লোগান স্লোগানে মেলার মাঠে গিয়ে অবস্থান নেন। মসজিদ কমিটির অফিস প্রবেশ করে মেলা বন্ধ করার আহবান জানিয়েছেন। প্রয়োজনে রাজউক ও প্রশাসনের যে যে খানে যেতে হয় গিয়ে অভিযোগ করবেন এবং পরবর্তী কঠিন আন্দোলন করার ঘোষণা দেন। প্রায় ৩ শতাধিক ছাত্রজনতা ও সচেতন মানুষ উপস্থিত ছিলেন।