আবু ইউছুফ রাবেত :
আজ ২২এপ্রিল রোজ মঙ্গলবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের ছাত্র দলের শিক্ষার্থীরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালন করেন।বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান শাফিনের নেতৃত্বে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাবেক সিঃ সহ সভাপতি নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান, ফরহাদ উদ্দিন, শুভ, সাকিব ভূইয়া সহ অনেক ছাত্রদলের ছাত্ররা এই মানববন্ধনে উপস্থিত ছিলেন আজ।