শিরোনাম:
বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরুড়ায় ওরাই আপনজন সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ফুটবল ফেস্ট উদ্বোধন বরুড়া উপজেলার উন্নয়ন কার্যক্রম এর অগ্রগতি বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত বরুড়ায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও জব ফেয়ার অনুষ্ঠিত বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে অত্যাধুনিক উৎপাদন কারখানা নিয়ে গ্রাসহপার বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রসারিত হলো কুমিল্লায় ধ্রুবতারার রজতজয়ন্তী উদযাপন 

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে নাশকতার পরিকল্পনা: কুমিল্লায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Barura Kantha / ৮৬৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে নাশকতার পরিকল্পনা: কুমিল্লায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
হুমায়ুন কবির চৌধুরী, কুমিল্লা থেকে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।”

গ্রেফতার হওয়া রেজাউল করিম বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচিত মুখ।

পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় রেজাউল করিম সরাসরি জড়িত ছিলেন। সে মামলায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে আবারও সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত হন তিনি।

সম্প্রতি ভার্চুয়াল গ্রুপ মিটিংয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়ে তিনি যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কুমিল্লা অঞ্চলে নাশকতার পরিকল্পনা করেন বলে গোয়েন্দা সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, “রেজাউল করিম পরিকল্পিতভাবে কুমিল্লায় অরাজকতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছিলেন। বিষয়টি গোয়েন্দা নজরে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।”

তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আবেদন জানানো হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় পর্যায়ে এই গ্রেফতার নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর