শিরোনাম:
শহিদ বুদ্ধিজীবী দিবসে বরুড়ায় স্মরণসভা সংগ্রামের মাটিতে বোনা সাফল্যের ফসল নারী উদ্যোক্তা সালমা বেগমের অনুপ্রেরণার গল্প বরুড়ায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন ৫ জননী বরুড়ায় মানব সেবা সংগঠনের উদ্যোগে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনওকে সম্মাননা বরুড়ায় আইএসইউ’র আয়োজনে এইচএসসি উত্তীর্ণদের সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজন বরুড়ায় জনকল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা ও সাংস্কৃতিক উৎসব ৮৯৪ শিক্ষার্থীর অংশগ্রহণ, ৩১১ জন পেল বৃত্তি বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বিদায়ী সংবর্ধনা বরুড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আনন্দঘন মিলনমেলা ভালোবাসা ও সম্মানে বিদায়: ইউএনও নু-এমং মারমা মংকে সংবর্ধনা বরুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন প্রযুক্তি ও প্রশিক্ষণে খামারিদের সমৃদ্ধির আহ্বান

শহিদ বুদ্ধিজীবী দিবসে বরুড়ায় স্মরণসভা

Barura Kantha / ৬৯৫৫ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

শহিদ বুদ্ধিজীবী দিবসে বরুড়ায় স্মরণসভা

আবু ইউছুফ রাবেত :
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে নির্মমভাবে নিহত শহিদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। তিনি বক্তব্যে বলেন, শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক; তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মীর।

এছাড়াও বরুড়া পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সলিল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর