শহিদ বুদ্ধিজীবী দিবসে বরুড়ায় স্মরণসভা
আবু ইউছুফ রাবেত :
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে নির্মমভাবে নিহত শহিদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।
বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। তিনি বক্তব্যে বলেন, শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক; তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মীর।
এছাড়াও বরুড়া পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সলিল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।