শিরোনাম:
বরুড়ায় বিএনপির বিজয় র‍্যালি, শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত শহিদ বুদ্ধিজীবী দিবসে বরুড়ায় স্মরণসভা সংগ্রামের মাটিতে বোনা সাফল্যের ফসল নারী উদ্যোক্তা সালমা বেগমের অনুপ্রেরণার গল্প বরুড়ায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পেলেন ৫ জননী বরুড়ায় মানব সেবা সংগঠনের উদ্যোগে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনওকে সম্মাননা বরুড়ায় আইএসইউ’র আয়োজনে এইচএসসি উত্তীর্ণদের সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজন বরুড়ায় জনকল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষা ও সাংস্কৃতিক উৎসব ৮৯৪ শিক্ষার্থীর অংশগ্রহণ, ৩১১ জন পেল বৃত্তি বরুড়া উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে বিদায়ী সংবর্ধনা বরুড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আনন্দঘন মিলনমেলা

বরুড়ায় বিএনপির বিজয় র‍্যালি, শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি

Barura Kantha / ৫০০১ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আবু ইউছুফ রাবেত :

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে কুমিল্লার বরুড়া উপজেলায় বিজয় র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনের নির্দেশনায় এ বিজয় র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি বরুড়া উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)সহ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— কায়সার আলম সেলিম, সভাপতি (বরুড়া উপজেলা বিএনপি); সৈয়দ জহিরুল হক স্বপন, সাধারণ সম্পাদক (বরুড়া উপজেলা বিএনপি); সৈয়দ রেজাউল হক, সহ-সভাপতি; হুমায়ুন কবির পাটোয়ারী, সহ-সভাপতি; মোয়াজ্জেম হোসেন কল্লোল, যুগ্ম সাধারণ সম্পাদক; নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক; বাবুল হোসেন, দপ্তর সম্পাদক; জসিম উদ্দিন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক; আব্দুল বাতেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক (সকলেই বরুড়া উপজেলা বিএনপি)।

এছাড়াও উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার, সভাপতি (বরুড়া পৌরসভা বিএনপি); জসিম উদ্দিন পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি; মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক; কাজী মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি; কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক (বরুড়া পৌরসভা বিএনপি)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— আকতার হায়দার, আহ্বায়ক (বরুড়া পৌরসভা যুবদল); মনিরুজ্জামান পাটোয়ারী, সদস্য সচিব; মো. খোর্শেদ আলম, যুগ্ম আহ্বায়ক; মো. সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক; কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক (বরুড়া পৌরসভা বিএনপি)সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও বিজয়ের চেতনাকে সমুন্নত রাখতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে বিজয়ের স্লোগান দেন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর